

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ইরান থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন বহু আফগান শরণার্থী। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে ৪০ লাখেরও বেশি আফগান নাগরিক বসবাস করছেন, যারা যুদ্ধ ও নিপীড়নের ভয়ে দেশ ছেড়েছিলেন।
তবে সাম্প্রতিক সহিংসতায় পরিস্থিতির অবনতি হওয়ায় অনেকেই নিরাপত্তার কারণে কয়েক দশক পর ফিরে যাচ্ছেন আফগানিস্তানে।
নাসিমা ঘাফফারি নামে এক আফগান শরণার্থী বলেন, ‘ইরানে যুদ্ধ পরিস্থিতি সবকিছু পাল্টে দিয়েছে। সহিংসতা যত ঘনিয়ে আসছিল, ততই প্রাণ নিয়ে শঙ্কা বাড়ছিল। বাধ্য হয়েই আগেভাগে দেশ ছেড়েছি। এখন নিজের দেশে ফিরেছি ঠিকই, কিন্তু আমাদের কাছে কিছুই নেই—না টাকা, না ঘর, শুধু অনিশ্চয়তা।’
শুধু আফগানরাই নয়, ইরান থেকে প্রতিদিন শত শত পাকিস্তানিও সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সংঘাতের ভয়াবহতা বাড়তে থাকায় শরণার্থীদের নিরাপত্তা ও আশ্রয়ের সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিভিন্ন স্থান,