ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ইরান থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন বহু আফগান শরণার্থী। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে ৪০ লাখেরও বেশি আফগান নাগরিক বসবাস করছেন, যারা যুদ্ধ ও নিপীড়নের ভয়ে দেশ ছেড়েছিলেন।
তবে সাম্প্রতিক সহিংসতায় পরিস্থিতির অবনতি হওয়ায় অনেকেই নিরাপত্তার কারণে কয়েক দশক পর ফিরে যাচ্ছেন আফগানিস্তানে।
নাসিমা ঘাফফারি নামে এক আফগান শরণার্থী বলেন, ‘ইরানে যুদ্ধ পরিস্থিতি সবকিছু পাল্টে দিয়েছে। সহিংসতা যত ঘনিয়ে আসছিল, ততই প্রাণ নিয়ে শঙ্কা বাড়ছিল। বাধ্য হয়েই আগেভাগে দেশ ছেড়েছি। এখন নিজের দেশে ফিরেছি ঠিকই, কিন্তু আমাদের কাছে কিছুই নেই—না টাকা, না ঘর, শুধু অনিশ্চয়তা।’
শুধু আফগানরাই নয়, ইরান থেকে প্রতিদিন শত শত পাকিস্তানিও সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সংঘাতের ভয়াবহতা বাড়তে থাকায় শরণার্থীদের নিরাপত্তা ও আশ্রয়ের সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিভিন্ন স্থান,
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.