

স্প্যানিশ বার্সেলোনার উঠতি তারকা লামিনে ইয়ামালের বয়স এখনো ১৮ হয়নি। তবে ফুটবল পায়ে তার কারিকুরির সুবাদে এরই মধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন। বার্সেলোনার হয়ে লা লিগাআ এবং স্পেনের ইউরোর মতো শিরোপা জেতা হয়ে গেছে তার। এমনকি কিশোর বয়সেই তার ব্যালন ডি’অর জয় নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
তবে অভাবনীয় খ্যাতি নিয়ে মাঠের বাইরে বেশ বিড়ম্বনাতেই পড়তে হচ্ছে ইয়ামালকে। এই তো কিছুদিন আগে ৩০ বছর বয়সি এক অনলিফ্যানস (প্রাপ্তবয়স্কদের অ্যাপ) মডেলের সঙ্গে নাম জড়িয়ে যায় তার। ফাতি ভাজকেজ নামের সেই মডেলের সঙ্গে ইয়ামালের অন্তরঙ্গ সময় কাটানোর ছবিও ছড়িয়ে পড়ে ইউরোপীয় সংবাদমাধ্যমে।
তবে ইয়ামালের ঘনিষ্ঠ সূত্র জানায়, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।
এর আগে সাবেক পর্ন তারকা ক্লদিও বাভেলের সঙ্গেও ইয়ামালের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা ছিল। তবে ইয়ামাল দাবি করেছিলেন, বাভেল তাকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। তাদের কখনো কোথাও দেখা হয়নি।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক পর্ন তারকা বাভেল। তিনি দাবি করেছেন, ইয়ামালই হাজার হাজার বার্তা পাঠিয়ে তাকে দেখা করার প্রস্তাব দিয়েছিল। বাসায় ডেকেছিল। কিন্তু তার বয়স কম হওয়ায় তিনি সাড়া দেননি। ইয়ামালের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার দেখা হয়েছে বলেও দাবি করেছেন বাভেল।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে বাভেল লিখেছেন , ‘প্রথমত, এটা নিয়ে আমি কখনো কথা বলতেই চাইনি। কিন্তু ইয়ামাল যেহেতু বলেই ফেলেছে, কিছু বিষয় পরিষ্কার করা দরকার। সে দাবি করেছে, বাবা-মায়ের সঙ্গে থাকে। আসলে সে একা থাকে। সে বলেছে, আমার প্রস্তাব নাকচ করেছে। অথচ সেই আমাকে বারবার দেখা করার জন্য খোঁচাখুঁচি করত।
কিন্তু আমি কখনো এতো ছোটো কারো সঙ্গে সম্পর্কে যাইনি। কখনো তার সঙ্গে আলাদাভাবে দেখা করিনি। আমার অর্থ বা খ্যাতির লোভ ছিল না। সে আমাকে বাসায় ডেকেছিল। আমি বলেছিলাম- তুমি অনেক ছোট। সে জবাবে বলেছিল- সেটা কোন সমস্যা নয়। এখনই তো সময়। আমি বলেছিলাম- পুলিশ (শিশু যৌনাচারে) আমাকে ধরলে তুমি ছাড়াবে তো। সে বলেছিল- এমন কিছু হবে না, নিশ্চিত থাকো।’
ক্যারিয়ারের ঊষালগ্নেই মাঠের বাইরের এসব বিতর্ক রীতিমত জেঁকে ধরেছে ইয়ামালকে। বার্সেলোনার নতুন নাম্বার ১০ এসব অভিযোগ কীভাবে সামাল দেন, সেটাই এখন দেখার বিষয়।