জার্মান ফুটবলের সবচেয়ে প্রতিভাবান মিডফিল্ডারদের তালিকা করা হলে ফ্লোরিয়ান ভির্টৎসের নাম অগ্রভাগেই থাকবে। ২০২০ সালে এফসি কোলনের একাডেমি থেকে বায়ার লেভারকুজেনে যোগ দিয়েছিলেন তিনি। ইউরোপের বাঘা বাঘা সব ক্লাবের একের পর এক লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে সেখানেই প্রায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে দলটির হয়ে ঐতিহাসিক বুন্দেসলিগা শিরোপা জয় করেন।
চলতি মৌসুমের শুরুতে লেভারকুজেন ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান দলটিকে লিগ জেতানো কোচ জাবি আলোনসো। এরপরই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন ভির্টৎস। তার জন্য ব্যাংকভর্তি টাকা নিয়ে অপেক্ষায় ছিল ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল।
অবশেষে প্রিমিয়ার লিগ ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফি’তে ভির্টৎসকে দলে টেনেছে অলরেডরা। এই জার্মান সেনসেশনের জন্য তাদের খরচ করতে হয়েছে মোট ১১৬ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯০৮ কোটি টাকা। যার মধ্যে ১০০ মিলিয়ন পাউন্ড সরাসরি ট্রান্সফার ফি। বাকি ১৬ মিলিয়ন পাউন্ড যোগ হবে বিভিন্ন শর্তসাপেক্ষে।
শুক্রবার এক বিবৃতিতে লিভারপুল জানায়, ভির্টৎসের সঙ্গে তাদের পাঁচ বছরের চুক্তি হয়েছে।
লিভারপুলে যোগ দিয়ে ২২ বছর বয়সি এই জার্মান সেনসেশন বলেন, ‘একটি নতুন যাত্রা শুরু করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। বুন্দেসলিগা ছেড়ে প্রিমিয়ার লিগে খেলতে আসা আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ। আমি দেখব এখানে কেমন পারফর্ম করতে পারি। আমি আমার সেরাটা দিতে চাই।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.