অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বুধবার বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.