

রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-নগদের ডিস্ট্রিবিউটরের কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় পুলিশের সন্দেহের তির এখন নগদ কর্মীদের দিকে। তারা নগদ ডিস্ট্রিবিউটরের মালিক, দুই ম্যানেজার, সেলসম্যান ও নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদ করছে। রোববার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে শনিবার সকালে এ ঘটনার পর রাতে নগদ ডিস্ট্রিবিউটর আব্দুর রহমান মামলা করেছেন। এতে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।