
মোঃ সাজ্জাত আলী- স্টাফ রিপোর্টার
নড়াইল সদর উপজেলার ০১নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদের মাগুরা গ্রামের ০১নং ওয়ার্ডের মহল্লাদার (গ্রাম পুলিশ) ফনি ভুষণ দাস সাপের কামড়ে মারা গেছেন। পরিবার সূত্রে জানা যায়, নদীতে মাছ ধরার দুয়োড় পাততে গেলে নদীর পাড় থেকে সাপে কামড় দেয়। তাৎক্ষনিক নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান। ফনি ভূষন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ০১নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবা সফুরা খাতুন এবং ইউনিয়ন কমকর্তাগণ সহ সকল সহকর্মীবৃন্দ।