অভয়নগর থানা পুলিশের এসআই(নিঃ)/ মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ইং ২৫/০৬/২০২৫খ্রিঃ বেলা ১৩.৩০ ঘটিকায় সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে প্রেমবাগ বাজার এলাকা হতে দুই কেজি গাঁজাসহ মমিন গাজী(৫২), এবং মুন্না খান(৪৩) নামের দুই জন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে।
আসামি মমিন গাজী খুলনা জেলার সদর থানাধীন রেলওয়ে ঘাট কলোনি এলাকার গফুর গাজীর ছেলে এবং আসামি মুন্না খান @ নূর ইসলাম একই থানার গ্ৰীন ল্যান্ড আবাসন সি ব্লকের মৃত আঃ মান্নান খানের ছেলে।
গ্ৰেফতারকৃত আসামিদ্বয়ের পিসিপিআর যাচাই করে দেখা যায় আসামি মমিন গাজীর নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা সহ পাঁচটি মামলা রয়েছে এবং আসামি মুন্না খানের নামে থানায় দুটি মামলা রয়েছে।
পরবর্তীতে এ সংক্রান্তে অভয়নগর থানার মামলা নং-১৫, তাং-২৫/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়েছে।
আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.