প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ২:০৭ পি.এম
বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হেরোইন সহ গ্ৰেফতার-০২
![]()


এসআই(নিঃ)/ পবিত্র বিম্বাস, এএসআই (নিঃ)/ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অদ্য ২৬ জুন রাত ০৩.৫৫ ঘটিকায় অত্র থানাধীন কদমতলা বারপোতা এলাকার আসামি ছয়দুল ইসলাম (৬৩), কে তার বসত বাড়ির শয়ন কক্ষ হতে ৫০(পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার কদমতলা বারোপোতা গ্ৰামের মৃত তালেবার সরদারের ছেলে।
এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নম্বর: ১৭, তারিখ: ২৬ জুন, ২০২৫, ধারা: ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযান-২
এসআই(নিঃ)/ মোহাম্মাদ মামুন শেখ, এএসআই (নিঃ)/আইয়ুব আলী সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম আজ ২৬ জুন বেলা ১৩.৩০ ঘটিকায় অত্র থানাধীন ভবেরবেড় এলাকা থেকে ২০ পুরিয়া হেরোইনসহ সিনথিয়া আক্তার(২২) কে গ্ৰেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্ৰামের জাফরের মেয়ে।
এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নম্বর: ১৮, তারিখ: ২৬ জুন, ২০২৫, ধারা: ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.
Copyright © 2025 চিত্রা মেইল - Chitra Mail. All rights reserved.