স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবিবর (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সাব্বির পাবনায় মাদক সহ আটক হওয়ার পর র্যাবের উপর হামলা করে পালিয়ে আসে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার চরকিং জনতা বাজার এলাকা থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ। সাব্বির হোসেন রাহুল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রাহাত্তাপুর গ্রামের মো: হাসেমের ছেলে। পুলিশ জানায় সম্প্রতি সাব্বিরকে ৩ কেজি গাঁজা সহ আটক করে পাবনা র্যাব। তাকে নিয়ে র্যাবের সদস্যরা পাবনা জেলা সদরের উদ্দেশ্য রওয়া হলে তার সহকারীরা র্যাবের উপর আক্রমণ করে তাকে চিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। প্রযুক্তি ব্যাবহার করে হাতিয়া থানা পুলিশ আজ তাকে আটক করে। এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন সাব্বিরকে আটকের বিষয়টি ঈশ্বরদী থানায় জানানো হয়েছে। পুলিশের একটি টিম হাতিয়ার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। তারা তাকে পাবনার ঈশ্বরদী থানায় নিয়ে যাবে।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.