
মোঃ সাজ্জাত আলী- নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার গোবরা বাজারের চিত্রা টেলিকম ও স্টোডিও তে চুরি হয়েছে।
গতকাল ২৮-০৬-২০২৫ তারিখ রাত ১১টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় চিত্রা টেলিকম ও স্টোডিও পরিচালক মোঃ হুমায়ুন কবীর মন্জু । অনুমান করা হচ্ছে ভোর রাতে চোর চক্র প্রথমে ব্লিডিং এর সিড়ির উপরের টিন কাটে তারপর দোকানের প্লেনসীট দরজা এবং তালা কেটে ভিতরে প্রবেশ করে।
এ সময় চোর চক্র আনুমানিক নগদ ৫ লক্ষ টাকা এবং মোবাইল মিনিট কার্ড ও এমবি কার্ড সহ মোট সাড়ে ৫ লক্ষ টাকা মতো চুরি করে নিয়ে যায়।
চিত্রা টেলিকম ও স্টোডিও পরিচালক মোঃ হুমায়ুন কবীর মন্জু জানান, তিনি তার চিত্রা টেলিকম ও স্টোডিও তে বাংলালিংক সার্ভিস পয়েন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, বিকাশ এজেন্ট, রকেট এজেন্ট ও শিওর ক্যাশ এজেন্ট পরিচালনা করে আসছেন। দির্ঘদিন যাবৎ সুনামের সাথে তিনি ব্যবসা পরিচালনা করছেন। বাজারে কারো সাথে তার রাজনৈতিক বা অন্য কোনো দন্দ ফ্যাসাদ নেই বলে জানান।
এরুপ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, গোবরা বাজার বনিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় ব্যবসায়ীগণসহ এলাকাবাসী।