চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘গত ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকসহ যারা তথাকথিত সুশীল সমাজের নামে প্রতিনিধিত্ব করেছিল তাদের অনেকেই স্বৈরাচারের পদলেহন করেছে। এরা স্বৈরাচারী সরকারের সাথে একাকার হয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য অনবদ্য ভূমিকা রেখেছে।’
আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় ঐক্যমত গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে মত পার্থক্য রয়েছে তা মতবিরোধ নয়, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে ফ্যাসিস্টের বিরুদ্ধে সব দলই ঐক্যবদ্ধ।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মব সন্ত্রাস বিগত ১৭ বছরে স্বজন হারানোর বেদনা এবং নানা অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে এক ধরণের ক্ষোভ।
তবে কোনভাবেই মব সন্ত্রাস গ্রহণযোগ্য নয়- উল্লেখ করে তিনি আরও বলেন, এটি জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। যে প্রক্রিয়ায় সাবেক সিইসি নুরুল হুদাকে মব সন্ত্রাস করা হয়েছে তা অব্যাহত থাকলে আমাদের অনেক অর্জন ম্লান হয়ে যাবে। তবে অন্যায়কারীদের বিরুদ্ধে বিচারের দাবি তুলতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতির বক্তব্যে বলেন, জুলাই হত্যাকান্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। এ আন্দোলনে প্রত্যেকটি হত্যাকান্ডই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া হয়নি।
ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বিতার্কিকদের পরাজিত করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, উপসচিব রোকেয়া পারভীন জুই, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ, সাংবাদিক নেতা হাসান জাবেদ ও আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.