

গতকাল ০৮-০৭-২০২৫ইং তারিখ সকাল ১০টার সময় কালিয়া বাসস্টান্ডে “দৈনিক চিত্রা মেইল” অনলাইন পত্রিকার অফিস আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন করেন “দৈনিক চিত্রা মেইল” অনলাইন পত্রিকার উপদেষ্টা খুলনা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, আজম খান কমার্স কলেজের সাবেক জিএস, যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা মোঃ আরিফুজ্জামান আরিফ, প্রধান অতিথি ছিলেন চিত্রা মেইল এর প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্টন শেখ, বিশেষ অতিথি ছিলেন অল ইন ফেয়ার সিকিউরিটি ব্যবস্থাপনা পরিচালক তুষার সরদার এবং খুলনা, নড়াইল, কালিয়ার সমাজসেবকগণ, সাংবাদিকসহ এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “দৈনিক চিত্রা মেইল” অনলাইন পত্রিকা সকলের মাঝে সংবাদপত্র পাঠে আগ্রহ তৈরি করবে, সমাজ ও দেশের বিভিন্ন ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং লেখালেখির দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে “দৈনিক চিত্রা মেইল” অনলাইন পত্রিকার লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সকলের জন্য নিয়মিত পত্রিকা পাঠ, প্রতিবেদন লেখা, আলোচনাচক্র ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
“দৈনিক চিত্রা মেইল” অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মিল্টন শেখ বলেন মানব কল্যাণে আমরা সত্য প্রকাশে আপোসহীন, দৈনিক চিত্রা মেইল অবহেলিত নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থল। সুন্দর আগামীর বাংলাদেশ গঠনে এগিয়ে চলার দূঢ় প্রত্যায় নিয়ে আমাদের পথ চলা।