

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নড়াইল জেলা বিএনপির মৌন মিছিলে নড়াইল জেলা যুবদলের অংশগ্রহণ। জুলাই-আগস্ট মাসে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ হওয়া নেতা-কর্মীদের স্মরণে নড়াইলে জেলা বিএনপির উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় নড়াইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মিছিলে নড়াইল জেলা যুবদলের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা ব্যানার, কালো ব্যাজ এবং শহীদদের ছবি বহন করে মৌন শোক মিছিল করেন।
নড়াইল জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ মিল্টন শেখ বলেন, “গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। তাদের রক্ত কখনো বৃথা যাবে না।”
মিছিল শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।