

মোঃ সাজ্জাত আলী- বার্তা সম্পাদক
আজকের একটি চারা হোক আগামী প্রজন্মের জন্য আশার আলো, পরিবেশ হোক নির্মল, ভবিষ্যৎ হোক সবুজ ও প্রাণবন্ত এ প্রত্যয়ে আবাবিল সমাজকল্যাণ সংস্থা একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। শনিবার সকালে নড়াইল সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে এ কর্মসূচি শুরু হয়।
সংস্থার স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আয়তুল্লাহ শেখ। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষের সচেতন হওয়া প্রয়োজন। একটি গাছ একটি প্রাণ, তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”
উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম স্বেচ্ছাসেবক মোঃ জনি কাজী, সংস্থার সদস্য, সকল স্বেচ্ছাসেবকবৃন্দ, স্থানীয় শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, শুধু গাছ লাগানো নয়, এর যত্ন নেওয়ার প্রতিশ্রুতিও দিতে হবে। সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আয়তুল্লাহ শেখ দেশ বিদেশের সকল শুভাকাঙ্খী ও সহযোগীতাকারীদের আত্মরিক ধন্যবাদ জানান।
আবাবিল সমাজকল্যাণ সংস্থার এই মহৎ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।