চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:
নড়াইলের কালিয়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কালিয়া পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কালিয়া পৌর বাসস্টান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ হান্নান শেখ, আহ্বায়ক কালিয়া পৌর (জিসাস) এর সভাপিত্বতে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি জনাব রেজায় রাব্বী কামাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সংগঠনিক স.ম রাসেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স.ম রাকিবুজ্জামান পাপ্পু, সভাপতি কালিয়া উপজেলা ছাত্রদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রবি মোল্লা, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সদস্য সচিব কালিয়া পৌর স্বেচ্ছাসেবক দল, মুস্তাফিজুর রহমান মোস্ত, কাসেম সরদার, মোঃ শাফি সেখ এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া জিসাস একটি সাংস্কৃতিক আন্দোলনের নাম। সাংস্কৃতিক চেতনা ও দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে জিসাসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্মেলনে কালিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। পরে সম্মেলনের মাধ্যমে পৌর জিসাসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শেষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.