চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট (কালিয়া অফিস):
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার উত্তর কালিনগর এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) এই ঘটনা ঘটে।
জানা গেছে, জখম হওয়া ব্যক্তি হলেন কলাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ চুন্নু ফকির, (৩৫), তিনি নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে চুন্নু ফকিরের সাথে পারিবারিক দন্দ চলমান ছিলো। এর প্রেক্ষিতে ৩১ আগষ্ট, বৃহঃস্প্রতিবার আকিজ মোল্যা, চুন্নু ফকিরের কাছে জমি দখল করে দেওয়ার প্রতিশ্রুতিতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চুন্নু ফকির টাকা দিতে অস্বীকৃতি জানালে সৈরাচার আওয়ামীলীগের সন্ত্রাসী আকিজ মোল্যা ও তার বাহিনী হঠাৎ করে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় চুন্নু ফকিরের হাতের রগ কেটে যায়।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আকিজ মোল্যা একই কালিনগর গ্রামের নাশকতার মামলার আসমী, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কায়েসের সন্ত্রাসী ক্যাডারের অন্যতম সদস্য। ফ্যাসিস্ট হাসিনা ও স্বৈরাচার আওয়ামীলীগের আমলে আওয়ামী পদবীধারী এই আকিজ মোল্যার কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিলো।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আশিকুর রহমান চিত্রা মেইলকে জানান যে, উক্ত ঘটনার এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.