চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:
নড়াইল সদর উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত মীনা খানমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিন রাস্তার মোড়ে দক্ষিণপাড়ার আজিজার শেখ গ্রুপ ও পশ্চিমপাড়ার মশিয়ার শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন,নবির মিয়া,লিটন শেখ,মিজান শেখ,মনির শেখ,নাজমুল কাজী, সাত্তার শেখ,মন্নু শেখ,প্রিন্স শেখ,রানা,চানমিয়া, বিল্লাল,নাঈম শেখ,সোহাগ শেখ,মেহেদী শেখ, রিয়াদ শেখ,তরিকুল ইসলাম,ইয়াদুল শেখ, মিরফুল শেখ,ফেরদৌস,শাহীন শেখ,হাসান শেখ ও মীনা খানমসহ মোট ৩০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উভয় গ্রুপের বিরোধ চলে আসছে। দুই মাস আগে সংঘর্ষের ঘটনায় আজিজার শেখ সমর্থিতরা এলাকা ছাড়া হয়। পরে রাজনৈতিক ও সামাজিক হস্তক্ষেপে তারা চলতি মাসে এলাকায় ফিরে আসে।
এদিকে,গত ৯ আগস্ট সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ করে মশিয়ার গ্রুপের একজনকে জরিমানা করা হয়। এরপর থেকেই গ্রুপটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে ওঠে। এরই মধ্যে গত শুক্রবার সকালে সীতা রামপুর ব্রিজে মশিয়ার গ্রুপের মুরাদ শেখকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এর জের ধরে শনিবার সকালে আজিজার শেখ গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ মশিয়ার গ্রুপের ওপর হামলা চালায়।
পরে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নারীসহ ৩০ জন আহত হন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.