চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:
নড়াইলে এক যুবককে ঘরের ভিতর আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আনিচ বিশ্বাসের বিরুদ্ধে। আনিচের বাড়ি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (২৫ আগস্ট) রবিবার সাড়ে তিনটার দিকে উপজেলার আড়পাড়া গ্রামের চাঁদ মোল্যার স্ত্রী আশেয়া বেগম ও তার ছেলে আহাদ মোল্যা তাদের পুরাতন বাড়ি আগদিয়া গ্রামে যান। এসময় আনিচ তার সঙ্গীয় লোকজন নিয়ে এসে আহাদ মোল্যাকে পার্শ্ববর্তী একটি ঘরে আটকে রেখে মারপিট করেন। তখন আহাদের মা ঠেকাতে গেলে তাকে ও মারপিট করেন। আহাদকে ঘরের ভিতর আটকে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাহিদা মত টাকা না দিলে আগদিয়া গ্রামে যেতে নিষেধ করেন আনিচ।এসময় আহাদের মা চিৎকারে স্থানীয়রা এসে আহাদে উদ্ধার করেন।
আড়পাড়া গ্রামের চাঁদ মোল্যা বলেন, আমার পৈত্রিক ভিটা আগদিয়া গ্রামে। সেখানে থাকে আড়পাড়া এসে বাড়ি করেছি। মাঝে মধ্যে আমার স্ত্রী ও সন্তানেরা আগদিয়ার বাড়ি দেখতে যায়। গতকাল আমার স্ত্রী ও সন্তান আগদিয়া গেলে আনিচ আমার ছেলেকে ঘরের ভিতর আটক করে মারপিট করেন। আমার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারপিট করে।ঘরের ভিতর আটক করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয়। সেই সাথে আগদিয়া গ্রাম না যাওয়ার কথা বলে।
তিনি আরো বলেন, আনিচ একজন মাদক ব্যবসায়ী। সারাদিন তার বাহিনী নিয়ে মাদকসেবন করেন। রাত হলে চুরি আর চাঁদাবাজি করে। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ নেতার সাথে থেকে চাঁদাবাজি করে।বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে চলছে এই আনিচ।
চাঁদ মোল্যার স্ত্রী আয়েশা বেগম বলেন, আমি আর আমার ছেলে পুরোনো বাড়ি আগদিয়া গেলে আনিচ আমার ছেলেকে তার বাহিনী নিয়ে এসে মারপিট করে। ঘরের ভিতর আটকিয়ে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি পুলিশকে জানাব বললে আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। পুলিশ ক্যাম্পে যেতে গেলে পথিমধ্যে আনিস তার বাহিনী নিয়ে বসে থাকে ভয়ে আমি যেতে পারিনি। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আনিচ বিশ্বাসের মোবাইল একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.