কৃপা বিশ্বাস - বিশেষ প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মিথ্যা মামলা দায়ের ও মামলা থেকে নাম বাদ দিতে অর্থ নেওয়ার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাপুর বাজারে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন রুপকুমারদের বিরুদ্ধে বক্তব্য দেন তারই আপন বড় ভাই পরিতোষ বিশ্বাস, ছোট ভাই নিতাই বিশ্বাস, ভাতিজা উজ্জ্বল বিশ্বাস এবং ভুক্তভোগী চম্পা রাণী, আলিম মোল্যা, হাসান শেখ, রকিবুল শেখ, পচা বিশ্বাস, মনিরুল শেখ এবং স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুুখ।
মানববন্ধকারীরা বলেন, গত ৪ অক্টোবর আনুমানিক বিকেলের দিকে মিঠাপুর বাজারের পাশে নিজ বাড়িতে রুপকুমার ও তার ছেলে হৃদয় মারামারি করতেছিল। তখন হাসিবুল নামে এলাকার একটি ছেলে সেখানে দাঁড়িয়ে মারামারি দেখছিল। এসময় মারামারি ভিডিও করার 'মিথ্যা দাবি' করে হাসিবুলকে মারধর করে ফোন ও টাকা পয়সা কেড়ে নেয় রুপকুমার, তার ছেলে হৃদয় ও পরিবারের সদস্যরা। পরে বাজারের দুই-তিনজন ব্যবসায়ী রুপকুমারের কাছে যান হাসিবুলের ফোনটি ফেরত আনতে। এসময় ব্যবসায়ীদের ওপর তেড়ে আসে রুপকুমাররা, বিশ্রী ভাষায় গালিগালাজ ও গায়ে হাতও তোলেন। পরেরদিন ৫ অক্টোবর লোহাগড়া থানায় নিজেদের স্বজন, প্রতিবেশি ও এলাকার ১১ জনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
রুপকুমারের ভাতিজা উজ্জ্বল বিশ্বাস ও প্রতিবেশি পচা বিশ্বাস বলেন, '' রুপকুমার যে মামলা করেছে, সেদিন আমরা ঢাকা বাজাতে এলাকার বাইরে গেছিলাম। বাড়ি এসে শুনি আমাদের নামে মামলা হয়েছে। অথচ ঘটনার বিষয়ে আমরা কিছু জানিই না। রুপকুমারদের অত্যাচারে আমরা অন্য ঋষি পরিবারগুলো অতীষ্ট।''
মানববন্ধনকারীরা আরো বলেন, মারামারি করেছে তারা বাপ-ছেলে। অথচ টাকা খাওয়ার জন্য অন্যদের নামে মামলা করেছে। স্থানীয় কিছু লোকের সহযোগিতায় এর আগেও হয়রানীমূলক মামলা করে টাকা-পয়সা নেছে রুপকুমার। আবার এখন নিরীহ মানুষদের আসামি করে হয়রানি করা হচ্ছে, এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করছে তারা। আমরা চাই, প্রশাসন তদন্ত করে এই মামলা থেকে সবাইকে অব্যহতি দিক। আমরা শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে চাই। আর রুপকুমার ও তার এসব অপকর্মে যারা ইন্ধন দেয় তাদের শাস্তি চাই।মিঠাপুর বাজারের ব্যবসায়ী আলীম মোল্যা, হাসান শেখ ও মনিরুল শেখ বলেন, "মামলা করার আগেও নাম বাদ দেওয়ার কথা বলে মানুষের মাধ্যমে আমাদের কাছে টাকা দাবি করেছিল। মামলা হওয়ার পর ফের টাকা-পয়সা চেয়েছে, মামলা তুলে নিবে বলে। কিন্তু আমরা কেউ টাকা দেয় নি।"রুপকুমারের আপন ছোট ভাই নিতাই বলেন, ''আমার আপন বড় ভাই রুপকুমারের কাজকর্মে মানুষ অতীষ্ট। মাদকসহ নানা অপকর্মে জড়িত সে। এসব কাজে আমরা কেউ বাঁধা দিতে গেলে ওরা পরিবারের সবাই মিলে তাকে অত্যাচার করে৷ রুপকুমাররের নির্যাতনে আমি তাই এলাকা ছেড়ে অন্য জায়গা বসবাস করছি। এখন মানুষ তার অপকর্মের বিরুদ্ধে রাস্তায় নামবে শুনে এখানে এসে অংশ নিয়েছি।''
এসব অভিযোগের ব্যাপারে জানতে রুপকুমারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নি। তবে তার ছেলে হৃদয়ের করা মামলার এজহারে তারা দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে ৪ অক্টোবর আসামিরা তাদের বাড়িতে হামলা চালিয়ে রুপকুমার, তার ছেলে হৃদয় এবং স্ত্রীকে মারধর করে। এসময় রুপকুমারের স্ত্রীর শ্লীলতাহানি করে এক আসামি এবং তার গলার স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে যায় আরেক আসামি। পরেরদিন ৫ অক্টোবর রাতে ফের তাদের বাড়ির টিনের বেড়া কুপিয়ে এবং ইট দিয়ে আঘাত করেছে আসামিরা।
এ ব্যাপারে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিৎ কুমার রায় বলেন, ''মামলার পরপরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আরো বিস্তারিত জানা যাবে। কোনো নিরপরাধী ব্যক্তিকে কোনোরকম হয়রানি করা হবে না। আর অবৈধ কোনো লেনদেন হলে সে ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।''
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.