রাসেল মোল্লা, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে জামায়াত ইসলামীর ইউনিয়ন কমিটির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে চারটায় ইউনিয়ন জামায়াত আমির হান্নান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল নির্বাচনী ৯৩- ১ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াত ইসলামী,র সেক্রেটারি ওবাইদুল্লাহ কায়সার। এছাড়াও জেলা জামায়াত ইসলামী,র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি,র বক্তব্যে জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ওবাইদুল্লাহ কায়সার বিভিন্ন দলের সমালোচনা করে বলেন, দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে জনগণকে নির্বাচনে অংশ নিতে উদ্ভুদ্ধ করেন। তিনি বলেন বিগত দিনে যা হয়েছে তা আর হতে দেওয়া যাবেনা। এদেশের প্রসাশন কারো বাপদাদার সম্পত্তি না।এদেশে আর কোন চাদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড চলবেনা।
বক্তব্য শেষে জামায়াত ইসলামীর নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল এক মিছিল করে আগদিয়া চৌরাস্তা হতে আগদিয়া বাজার প্রদক্ষিণ করে আবার আগদিয়া চৌরাস্তায় এসে শেষ হয়।
প্রধান উপদেষ্টা- জনাব নজরুল ইসলাম আজাদ, সম্পাদক ও প্রকাশক - মোঃ মিল্টন শেখ, বার্তা সম্পাদক - মোঃ সাজ্জাত আলী যোগাযোগঃ ০১৪০৯-৪৬৮৯৫৫, ০১৭৬৩-৪৭৬৬০৮ (সম্পাদক ও প্রকাশক), ০১৫৬৭-৮৫৪০৩৫ ( বার্তা সম্পাদক)
ঢাকা অফিসঃ উদয় টাওয়ার ৫৭ এ গুলশান, এভিনিউ গুলশান-১, ঢাকা-১২১২, নড়াইল অফিসঃ জে,কে ভবন (পালকি কমিউনিটি সেন্টারের নিচতলা), ধোপাখোলা, নড়াইল।
E-mail: dailychitramail@gmail.com, Web Site: chitramail.com, Facebook: দৈনিক চিত্রা মেইল, Facebook Page: Daily Chitra Mail- দৈনিক চিত্রা মেইল, Youtube: Chitra Mail.