
মোঃ আল আমিন, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় মূলধারার প্রথম শ্রেণির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দলের তৃণমূল পর্যায়ের সঙ্গে সমন্বয় বৃদ্ধির জন্য একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি। জনসাধারনের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে এ পদক্ষেপ নিয়েছে দলটি।
শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সমন্বিত কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ৭টি বিশেষ টিম এবং তাদের প্রধানদের নাম ঘোষণা করা হয়। টিম ও নেতৃত্বের মধ্যে রয়েছে স্পোকসপারসন-ড. মাহদী আমিন,প্রেস-ড. সালেহ শিবলী,টিভি ও রেডিও-ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল,বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক-ড. জিয়াউদ্দিন হায়দার,অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক-এ কে এম ওয়াহিদুজ্জামান কনটেন্ট জেনারেশন-ড. সাইমুম পারভেজ,রিসার্চ ও মনিটরিং-রেহান আসাদ, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, এ সকল বার্তায় জানানো হয়েছে, এই নতুন কাঠামো দলের ভেতরের শৃঙ্খলা জোরদার করবে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সংগঠিতভাবে প্রতিক্রিয়া জানাতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, দলের অবস্থানকে সুশৃঙ্খল,তথ্যভিত্তিক ও দ্রুততার সঙ্গে জনসাধারনের সামনে তুলে ধরতে বিশেষ এই টিম গুলোর কাজ চলবে তৃণমূল পর্যায়ে। উল্লেখ্য,দলের কৌশলগত পরিকল্পনাটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায়।


