মাসুদ পারভেজ, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
লোহাগড়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিক ড. ফরিদুজ্জামান ফরহাদ এর নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং রাজনৈতিক ঐক্য জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্লা, মোল্লা বদিউর রহমান, উপজেলা এনপিপি সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান লোটাস, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, এবং দিঘলিয়া ইউনিয়ন এনপিপির সভাপতি যুব ফ্রন্ট এর লোহাগড়া উপজেলা সভাপতি এ্যাড. মেহেদী হাসান অপু, মোঃরেজাউল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ড. ফরিদুজ্জামান ফরহাদ তাঁর বক্তব্যে বলেন,
> “রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়— এটা মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। আমরা চাই লোহাগড়া হোক শিক্ষায়, উন্নয়নে ও সৌহার্দ্যে অনন্য একটি উপজেলা। এজন্য আমাদের প্রয়োজন ঐক্য, সততা ও নিষ্ঠা। তরুণ প্রজন্মকে ইতিবাচক চিন্তা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন,
> “আমি বিশ্বাস করি, আমরা যদি দল-মতের উর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করি, তাহলে লোহাগড়ার উন্নয়ন নিশ্চিত হবে। এই প্রচেষ্টায় আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই।”
