মোঃআল আমিন, নড়াইল প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ (নড়াইল সদর-কালিয়া) আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ছাড়াও অনেকে নমিনেশন পাওয়ার আশায় নির্বাচনি প্রচারণা চালান। তাদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আমেরিকা বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট। জিয়া সাইবার ফোর্সের জেলা সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন। যুক্তরাষ্ট্র টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জহির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজাসহ আরো কয়েকজন।
