চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ
আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে নড়াইল-২ আসন থেকে আলহাজ্ব জনাব মনিরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক নাগরিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০-১১-২০২৫ তারিখ নড়াইল শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে এই জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ঢল নামে।
জনতার সমর্থন, উন্নয়নের অঙ্গীকার নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ভোটার এবং প্রবীণ নাগরিকেরা এই পথসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, আলহাজ্ব জনাব মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং তিনি এই অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
জনসভায় নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান আলেক বলেন, " জননেতা আলহাজ্ব জনাব মনিরুল ইসলাম সাহেব কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের অভিভাবক।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ বলেন,আমরা বিশ্বাস করি, ধানের শীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হলে নড়াইলের সত্যিকারের উন্নয়ন হবে। আমাদের নতুন প্রজন্ম কর্মসংস্থান চায়। আমরা জানি, জননেতা আলহাজ্ব জনাব মনিরুল ইসলামের মতো একজন দূরদর্শী নেতা নির্বাচিত হলেই এই এলাকার যুবকদের জন্য সুযোগ সৃষ্টি হবে।"
পথসভায় আগত জনতাকে উজ্জীবিত করতে বক্তারা জনাব মনিরুল ইসলামের সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ওপর জোর দেন। তাঁরা দলের হাইকমান্ডের প্রতি অনুরোধ জানান, যাতে নড়াইলবাসীর আবেগ ও আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে তাকেই ধানের শীষের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জননেতা আলহাজ্ব জনাব মনিরুল ইসলাম নিজে পথসভায় উপস্থিত ছিলেন এবং জনগণের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর বক্তব্যে বলেন: "আমি কোনো ভেদাভেদ না রেখে নড়াইলকে একটি আধুনিক ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমার পাশে থাকলে, ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।"
তিনি আরও বলেন, আমার কোনো সন্তান নেই, আপনারাই আমার সবকিছু, আমার চাওয়া পাওয়ার আর কিছু নাই, বাকিটা জীবন আপনাদের সেবার মাধ্যমে কাটাতে চাই।
জনগণের এই সমর্থন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই নাগরিক জনসভা প্রমাণ করে যে, আলহাজ্ব জনাব মোঃমনিরুল ইসলামের প্রতি নড়াইলবাসীর অগাধ আস্থা রয়েছে। তাঁর মনোনয়নের দাবি এখন কেবল দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি স্থানীয় মানুষের একটি গণদাবিতে পরিণত হয়েছে। এখন দেখার পালা, বিএনপি'র হাইকমান্ড জনগণের এই আকাঙ্ক্ষাকে কতটা গুরুত্ব দেয়।
উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির প্রতিক ধানের শীষ বিজয়ী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
