মোঃ মাসুদ পারভেজ শামিম, বিশেষ প্রতিনিধি:
সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলমের নেতৃত্বে শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি উপজেলা পরিসরের সামনের এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আকতার হোসেন মোল্লা, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এবং বিএনপি নেতা ডা. ইউল্ড্রফ আলীসহ প্রমুখ স্থানীয় নেতৃত্ব।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা
বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও অস্থিতিশীলতার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনেন। তারা গত মঙ্গলবার রাতে লোহাগড়া সরকারি কলেজে পোষ্টার টাঙানো এবং কোটাকোল ইউনিয়ন মাইনগ্রাম এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব চালানোর ঘটনার তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামীকাল আওয়ামী লীগের ডাকে কথিত 'ঢাকা লকডাউন'কে কেন্দ্র করে নড়াইল-লোহাগড়ায় কোথাও আওয়ামী লীগের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। এ ব্যাপারে বিএনপি কর্মীদের যেকোনো সর্বাত্মক ও সজাগ থাকার আহ্বান ।"
