
চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ
গত ১৬ নভেম্বর, ২০২৫ তারিখে ডাঃ মোহাম্মদ আবদুল ছালাম নড়াইল জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তিনি বিদায়ী জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী ডাঃ মোহাম্মদ আবদুল ছালামকে এই পদে পদায়ন করা হয়। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানের পর ডাঃ মোহাম্মদ আবদুল ছালাম স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে পরিচিত হন। তিনি জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনকল্যাণমুখী ও মানবিক প্রশাসন পরিচালনায় তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ আবদুল ছালাম এর আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার যোগদানের ফলে নড়াইলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে জেলার সুশীল সমাজ ও সাধারণ জনগণ আশা প্রকাশ করেছেন।


