
চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট, লোহাগড়া অফিসঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় চলছে ধান কাটার ব্যস্ততম মৌসুম। চারদিকে সোনালি ধানের হাসি, ক্ষেতজুড়ে কৃষকদের কর্মব্যস্ত দিন—সব মিলিয়ে গ্রামীণ জনপদে নেমে এসেছে এক উৎসবমুখর পরিবেশ।
শস্যশালী মাঠে পাকা ধানের সুবাসে ভরে উঠেছে পুরো এলাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা কাটছেন, মাড়াই করছেন ও গৃহস্থালি কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে আবার শ্রমিক সংকট মেটাতে পারিবারিক সদস্যদের নিয়েই মাঠে নেমেছেন।
গ্রামের চারদিকে ধান কাটা, মাড়াই আর পরিবহনের এমন দৃশ্য যেন পুরো এলাকাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। লোহাগড়ার কৃষি নির্ভর মানুষের জীবনে এ সময়টি শুধু ফসল তোলার মৌসুম নয়—এ যেন আনন্দ আর পরিশ্রমের মিশ্রিত এক উৎসব।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়—
“এটাই আমাদের বছরের সেরা সময়। নিজের চোখের সামনে ফসল ঘরে ওঠার আনন্দটাই আলাদা।”
কেউ কেউ জানান,
“বৃষ্টি-ঝড়ের ভয়ে ছিলাম, এবার ফলন ভালো হওয়ায় মনটা ভরে গেছে।”
আবার অনেকের মুখে শোনা যায় ফসল ঘরে ওঠার স্বস্তির পাশাপাশি ভবিষ্যৎ
“ফসল ভালো, এবার যদি বাজারদরটা ভালো থাকে তাহলে সারা বছরের কষ্ট একটু হলেও পুষিয়ে যাবে।”


