চিত্রা মেইল ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় তারেক জিয়া পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জামিল আহমেদ ও মোঃ তরিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—
শেখ মেহেদী হাসান নান্দু, মোঃ ইমরুল মোল্লা, কামরুল ইসলাম, মোঃ কাশেম, শেখ মোহাম্মদ, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, মোঃ পারভেজ হোসেন সাজ্জাদ, শ্রী নিপুন চক্রবর্তী, আবু তালেব শিকদার, মোঃ পারভেজ হোসেন পাভেল, মোঃ মাহফুজ আলম, এমদাদুল হক শিপন, মোঃ সাইফুজ্জামান লালন, মোঃ আলমগীর হোসেন রিপন, মো:একরামুল হক মিন্টু এবং মো: আশরাফ শেখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে লোহাগড়া উপজেলায় তারেক জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। কমিটির সদস্যরা স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
খুব শিগগিরই নবগঠিত কমিটির পরিচিতি ও দিকনির্দেশনা বিষয়ক একটি সভা আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
