চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অনুমোদন করেছে ইউনিয়ন বিএনপি। দীর্ঘদিন ধরে সভাপতির পদ শূন্য থাকায় এবং একাধিক নেতার নিষ্ক্রিয়তার কারণে সাংগঠনিক অচলাবস্থা দূর করতে এ নতুন সিদ্ধান্ত নেওয়া হয় ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী ঈমানের মৃত্যুর পর থেকে সভাপতি পদটি শূন্য ছিল। সেই পদে গাজী ইফতেখার মামুনকে নতুন সভাপতি করা হয়েছে।
এ ছাড়া দীর্ঘদিন ২ নং রাজনৈতিক কার্যক্রমে অনুপস্থিত ও নিষ্ক্রিয় থাকায় মিলন শেখ ও লালন শেখকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কমিটিতে শেখ ইকরামুলকে সভাপতি এবং মো: কামাল শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জিকরুল মোল্লা এবং সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটি ঘোষণার বিষয়ে সভাপতি জিকরুল মোল্লা ও সাধারণ সম্পাদক বাবুল আহমেদের সঙ্গে কথা বলে জানা যায়—
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা এবং তৃণমূলকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপিকে আরও গতিশীল ও সংগঠিত করবে।
