
চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট:
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে বিএনপি’র ব্যনার ফেস্টুন কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আধারে হিন্দু অধ্যুষিত মিতনা, বামনহাট, বেনহাটি, দেবীপুর, মালিহাট, এলাকাগুলোতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে টাঙ্গানো ব্যনার ফেস্টুন গুলোর ক্ষতি করে কৌশলে অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে দূর্বৃত্তরা।
তুলারামপুর ইউনিয়নের মিতনা,বামনহাট, বেনহাটি, দেবীপুর, মালিহাট, এলাকঘুরে দেখা যায় ব্যনার ফেস্টুনগুলোতে থাকা বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের ছবিগুলো ধারালো কিছু দিয়ে কেটে বিকৃত করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, ৫ ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব ঢাল হয়ে না দাড়ালে আমাদের দেশ ছেড়ে চলে যেত হতো। তাঁর শক্ত অবস্থানের কারনে কেউ আমাদের কোন ক্ষতি করতে পারে নি। এখন আমরা শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
এসব কারনেই দুর্বৃত্তরা ব্যনার ফেস্টুনের উপর হামলা করে রাগ মিটাচ্ছে।এসব করে কোন লাভ নেই। আমরা শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবো। ব্যনার ফেস্টুনের ক্ষতি করে আমাদের ঐক্য নষ্ট করা যাবে না।
তুলারামপুর ইউনিয়নের কৃতি সন্তান বিগত আওয়ামীলীগ সরকারের আমলে একাধিক নাশকতা মামলায় কারাভোগ করা জুলুম নির্যাতনের স্বীকার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব জানান,কে বা কারা রাতের আধারে ব্যনার ফেস্টুন গুলোর ক্ষতি করছে,ধরতে পারছি না,তবে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দুর্বৃত্তরা অচিরেই ধরা পড়বে।


