জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা তাঁতী দলের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া–এর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি জনাব খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম মৃধা।বক্তব্যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।
উপজেলা তাঁতী দলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
