
মোঃ আল আমিন, স্টাফ রিপোর্টার, নড়াইলঃ
আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল প্রতিযোগীতা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্ব্যেগে এ কর্মসূচী শুরু হয়েছে। গত ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সাব মিশনের সুযোগ রয়েছে বলে জানা গেছে।বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সূত্রে প্রতিযোগীতার বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বিএনপি দেশ গড়ার পরিকল্পনায় জসগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে আমার ভাবনায় বাংলাদেশ ‘জাতীয় রিল মেকিং প্রতিযোগীতা’ প্রতিযোগীতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,স্বাস্থ্য,কর্মসংস্থান,শিক্ষা,পরিবেশ, ক্রীড়া,ইমাম মুয়াজ্জিনের সন্মান, প্রবাসী,দূর্নীতিমুক্ত বাংলাদেশ ও আমি যেমন দেশ চাই এমন ১১টি থিমের মধ্যে আপনার ভাবনায় ১ মিনিটের রিলস বানানোর কথা বলা হয়েছে। এ সমস্ত ভিডিও কন্টেন্ট যেমন একক বক্তব্য স্যাটায়ার,গান, সংলাপ ও অভিনয়নে দক্ষদের মধ্যে ১০ জন পাবে তারেক রহমানের সাথে একান্তে আলাপচারিতার সুযোগ।


