
মোঃ আল আমিন, স্টাফ রিপোর্টার, নড়াইলঃ
নড়াইল -২ (লোহাগড়া-নড়াইল সদর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওঃ আঃ হান্নান সরদারের মনোনয়ন ফরম সংগ্রহ করেন সেক্রেটারী হাঃ মাওলানা মোঃ রুহুল্লাহ সাহেব ও দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালামের কাছ থেকে এ মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মাওঃ মুন্সি ওয়াহিদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মাওঃ মঈনুদ্দিন ইসলাম,ওলামা বিষয়ক সম্পাদক মাওঃমোঃ আশিকুর রহমান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওঃ ইয়াকুব আলী সহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলাফত মজলিসের সেক্রেটারী হাঃ মাওলানা মোঃ রুহুল্লাহ সাহেব বলেন, খেলাফত মজলিস নড়াইলের দেশের রাজনৈতিক অঙ্গনে অপরিহার্য শক্তিতে পরিণত হয়েছে। আমাদের ঘড়ি মার্কার প্রার্থীকে এ জনপদের মানুষ নির্বাচিত করলে নড়াইল ও লোহগড়ার অবহেলিত মানুষদেও উন্নয়নে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখা হবে।
উল্লেখ্য, দলীয় ভাবে খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে কেন্দ্রীয় সূরার সদস্য ও জেলার সভাপতি মাওঃআঃহান্নান কে মনোনীত করা হয়। দলীয় প্রতিক দেওয়াল ঘড়ি।


