
কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়ায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মাহফুজুর রহমানের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে এলাকার প্রায় ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রয়োজন। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান মোল্যা, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক মো. রাজ্জাক বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক মো. আশরাফুল বিশ্বাস, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খান মেজবাহ উদ্দিন, লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আতিয়ার বিশ্বাস, যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জান্নাতুল বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


