

চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ
সারা দেশে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা যুবদল বিক্ষোভ মিছিল করে। শহরের চৌরাস্তা যুবদল এর জেলা কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল শহরের পুরাতন টার্মিনাল এর মুক্ত মঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম।
নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সায়দত কবির রুবেল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব , যুবনেতা শাহাজাহান সিদ্দিকী টিটো, যুব দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন শেখ, প্রচার সম্পাদক শিপন খন্দকার, নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহারিয়ার রিজভী জর্জ। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, নড়াইল পৌর যুবদলের সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, যুগ্ন-আহবয়ক কবির হোসেন সহ শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল ও হাজারো নেতা কর্মী।