
স্টাফ রিপোর্টার : বাংলাদেশি সংগীতশিল্পী শরাব আজমান তার মৌলিক বাংলা গান “বাংলাকে খুঁজে পাই”-এর জন্য মর্যাদাপূর্ণ “বিজয় সম্মাননা ২০২৫” অর্জন করেছেন।
শরাব আজমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। শৈশবকাল থেকেই তার সংগীতচর্চা শুরু হয় এবং তিনি জেলা ও জাতীয় পর্যায়ে একাধিক স্বীকৃতি অর্জন করেন, যার মধ্যে জাতীয় শিশু পুরস্কার উল্লেখযোগ্য।
২০১১ সালে তিনি জনপ্রিয় টেলিভিশন সংগীত প্রতিযোগিতা চ্যানেল আই “ক্ষুদে গান রাজ”-এ অংশগ্রহণ করে দেশের সেরা ১৬ জনের মধ্যে স্থান করে নেন। পরবর্তীতে ২০২৩ সালে চ্যানেল আই “সেরা কণ্ঠ” প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান, এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
বাংলাদেশে সাম্প্রতিক ছুটিতে এসে শরাব আজমান প্রকাশ করেন তার মৌলিক গান “বাংলাকে খুঁজে পাই”, যেখানে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা ফুটে ওঠে। এই গানটির মাধ্যমেই তিনি বিজয় সম্মাননা ২০২৫ অর্জন করেন।
গত ২৫ ডিসেম্বর ২০২৫, রাজধানীর কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান আয়োজিত এক বর্ণাঢ্য সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
শরাব আজমান জানান, এই স্বীকৃতি তাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে আরও দৃঢ়ভাবে প্রতিনিধিত্ব করার অনুপ্রেরণা জোগাবে।


