
চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ খায়রুজ্জামান আলম মুন্সী-এর কবর জিয়ারত করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তাঁর রাজনৈতিক অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতারা।
কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মসিয়ার রহমান সান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মরহুম মোঃ খায়রুজ্জামান আলম মুন্সী ছিলেন একজন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। কৃষক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা দল কখনো পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তারা।
শেষে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।


