
চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট :
নড়াইলে আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য আলী ইমাম শিকদার ও মোঃ খাজা ফকিরের নেতৃত্বে এসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা নবাগতদের উষ্ণভাবে স্বাগত জানান।
বিএনপিতে যোগদানের পর আলী ইমাম শিকদার ও মোঃ খাজা ফকির বলেন, “আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। এখন সঠিক পথে এসেছি। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা বিএনপিতে যোগদান করেছি।”
উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বিএনপি’তে যোগ দেওয়া নেতা কর্মীদের বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে।


